Ask Question - Get Answer

1 Ans আযান - কায়কোবাদ

Asked by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:38 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


কায়কোবাদ
আযান

কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
আমি তো পাগল হয়ে সে মধুর তানে,
কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে
কি নিশীথে, কি দিবসে মসজিদের পানে।
হৃদয়ের তারে তারে, প্রাণের শোণিত-ধারে,
কি যে এক ঢেউ উঠে ভক্তির তুফানে-
কত সুধা আছে সেই মধুর আযানে।
নদী ও পাখির গানে তারই প্রতিধ্বনি।
ভ্রমরের গুণ-গানে সেই সুর আসে কানে
কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী।
ভূধরে, সাগরে জলে নির্ঝরণী কলকলে,
আমি যেন শুনি সেই আযানের ধ্বনি।
আহা যবে সেই সুর সুমধু স্বরে,
ভাসে দূরে সায়াহ্নের নিথর অম্বরে,
প্রাণ করে আনচান, কি মধুর সে আযান,
তারি প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে।
নীরব নিঝুম ধরা, বিশ্বে যেন সবই মরা,
এতটুকু শব্দ যবে নাহি কোন স্থানে,
মুয়াযযিন উচ্চৈঃস্বরে দাঁড়ায়ে মিনার 'পরে
কি সুধা ছড়িয়ে দেয় উষার আযানে!
জাগাইতে মোহমুদ্ধ মানব সন্তানে।
আহা কি মধুর ওই আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী

Answered by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:38 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

2 Ans আমাদের দেশ - আ.ন.ম. বজলুর রশীদ

1 Ans মামার বাড়ি - জসীমউদদীন

1 Ans আবার আসিব ফিরে - জীবনানন্দ দাশ

1 Ans নদী-স্বপ্ন - বুদ্ধদেব বসু

1 Ans প্রভাতী - কাজী নজরুল ইসলাম

1 Ans রাখাল ছেলে - জসীম উদদীন

1 Ans ষোলা আনাই মিছে - সুকুমার রায়

1 Ans বিদ্যার মাহাত্ম্য - হায়াত মাহমুদ

1 Ans মানুষের সেবা - আবদুল কাদির

1 Ans কোন্ দেশে - সত্যেন্দ্রনাথ দত্ত