|
|
আরেকটা কথা পিতাকে নয়, মা কে অভিভাবক হিসেবে ছবি দিবেন। ফোন নাম্বার অবশ্যই দিবেন। কুরিয়ার করে পাঠালে খামের উপর ও আবেদনপত্রেও ফোন নাম্বার দিতে হবে। Answered by AL MaMun (4 Golds) Monday, 29 Jul 2019, 09:25 AM |
পিতা যেহেতু জীবিত নন, তাই ৬ এ এভাবে লিখলে ভাল হবে। প্রযোজ্য নয় (পিতা মৃত)। আর এর প্রমান স্বরূপ ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যুসনদ এর একটি কপি এক্সট্রা ভাবে যুক্ত করতে হবে। আর মাতা এর জায়গায় সবকিছু ত লিখতেই হবে। এসএসসি Registration সন এর জায়গায় - এসএসসি ২০১৯ এ পাস করলে সন হবে ২০১৭, কারন ২০১৭ এ এসএসসি registration হয়েছে। আর ২০১৯ এ পরীক্ষা হয়ে পাস করেছে। এবং academic year হবে ২০১৭ - ২০১৮ । তার registration card এ ইয়ার লিখা আছে, দেখে নিন। শুধু প্রথম সাল টা লিখতে হবে। এবার এইচএসসি এ ভর্তি হয়ে থাকলে ৩(খ) এর শিক্ষাবর্ষে ২০১৯ - ২০২০ হবে। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। Answered by AL MaMun (4 Golds) Monday, 29 Jul 2019, 09:11 AM |