Ask Question - Get Answer

1 Ans বিদেশি উপসর্গ মনে রাখার সহজ কৌশল জেনে নিন এখানে -

Asked by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 05:30 AM at (Education Lesson)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

বিদেশি উপসর্গ মনে রাখার সহজ কৌশল।


ফারসি উপসর্গঃ
কমজোরে আর চলবে না ভাই

কারসাজি সব জানা
দরদামে যে বেমিল হলে
নিমরাজিতেও মানা।
বদমেজাজি বদহালে রয়
কেউ দেখে না চেয়ে
নালায়েকের অনেক দশা
নারাজ তবু পেয়ে।
খোশআমদেদ খোশ আমদেদ
ফারসি উপসর্গ
ফি-বছরেই প্রশ্ন আসে
কাকে বলে বর্গ।
ব যেখানে সহিত হবে
বকলমেই লিখবো
বেআদবের হয় না আদব
এই ছড়াতে শিখবো।


মন্তব্য: উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরী করে, শব্দের অর্থের পূর্ণতাসাধন করে। সুতরাং উপসর্গ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। ইংরেজি, ফারসি, আরবি ইত্যাদি ভাষার সমন্বয়ে গড়ে উঠেছে বিদেশি উপসর্গ। ইংরেজি উপসর্গ ৪টি, আরবিতে ৬টি এবং ফারসিতে ১১টি উপসর্গ আছে। ফারসি উপসর্গগুলো হল- কম্, কার, দর্ , না, খোশ, নিম, ফি, ব, বর, বে, বদ। ছড়ায় ফারসি ১১টি উপসর্গ সহজে মনে রাখার জন্য এই ছড়াটি লিখিত।
আরো সহজে মনে রাখার জন্য নিম্নে ছোট্ট একটি ছড়াও দেওয়া হল-
বেকার
বে কার বদ কম
বর ব নিম ফি
বদ ঐ বজ্জাত
খোশ না, ঠিক কি?

আমার টেকনিক >>> নিনাফির বর বেয়াদব, বদমাশ ,বেকার কিন্তু সব সময় খুশি থাকে।


ইংরেজি ও আরবি উপসর্গ

…..
হাফটিকিটে মানবে কেন
অনেক দামি গাড়ি
ফুলহাতাশার্ট গায়ে দিয়ে
যাও না তাড়াতাড়ি।
হেডমাস্টারও অনেক জ্ঞানী
সাব অফিসে যাচ্ছে
ইংরেজি চার উপসর্গ
এই ছড়াতে পাচ্ছে।
আরবিতে তো ছয়টি আছে
হয়তো জানেন তিনি
আম,লা, বাজে, গর, খয়ের ও
খাস-কে তবে চিনি।
খয়ের খাঁদের চেনার পরে
কেউ কি ভালবাসে
বাজেকথা শুনলে নাকি
ছোট্ট খোকাও হাসে।
আমজনতা জেগে গেছে
সোনার বাংলাদেশ
খাসভূমি সব লাপাত্তা আজ
গরমিলে সব শেষ।
মন্তব্য: উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরী করে, শব্দের অর্থের পূর্ণতাসাধন করে। সুতরাং উপসর্গ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। ইংরেজি, ফারসি, আরবি ইত্যাদি ভাষার সমন্বয়ে গড়ে উঠেছে বিদেশি উপসর্গ। ইংরেজি উপসর্গ ৪টি। যথা- হাফ, ফুল, সাব ও হেড। আর আরবিতে ৬টি। যথা- আম, লা, বাজে, গর, খয়ের ও খাস। এই দশটি উপসর্গ সহজে মনে রাখার জন্য ছড়াটি লিখিত।
আরও সহজে মনে রাখার জন্য দুটো লাইন এখানে দেওয়া হলো-
আম-লা বাজে গর খয়ের ও খাস
হাফ-ফুলে সাব হেড শিখে সে পাস।

.
আমার টেকনিক
ইংরেজি > হেড সাব হাফ ফুল সার্ট পরে
আরবি > গরিলা /গর লা বাজে আম খাশ ?

Answered by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 05:32 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans রবীন্দ্রনাথ ঠাকুরের ১২ টি উপন্যাস মনে রাখার টেকনিক/ কৌশল

1 Ans Write a tea stall paragraph

1 Ans দ্বিজেন্দ্রলাল রায়ের সাহিত্য মনে রাখার টেকনিক

1 Ans বিভিন্ন কবি সাহিত্যিক লেখকের ছদ্মনাম নিয়ে আর নয় Confusion - জেনে নিন মনে রাখার কৌশল

1 Ans Write a street hawker paragraph 

1 Ans Write Traffic Jam Paragraph

1 Ans Declaration of BD independence on the night of 26th March, 1971 By Bangabandhu Sheikh Mujibur Rahman

1 Ans সৈয়দ মুজতবা আলীর সাহিত্যকর্ম মনে রাখার উপায়

1 Ans বেগম রোকেয়ার সাহিত্যকর্ম মনে রাখার উপায়

3 Ans How to find day name from any date and year?