Ask Question - Get Answer

6 Ans NSI Assistant Director question and solution 2019 download now

Asked by Birds of the sky (2 Golds) Friday, 27 Sep 2019, 01:32 PM at (Jobs Govt. Jobs)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

NSI সহকারী পরিচালক পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধানঃ
#বাংলা অংশের সমাধানঃ
১. নিচের কোন শব্দ যুগল বিপরীতার্থক?
উত্তর: উন্মীলন-নিমীলন।
২. নিচের কোনটি ফারসি উপসর্গ?
উত্তর: কম।
৩. রাতে তারা দেখা যায়- এ বাক্যে ‘রাতে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরনে ৭মী। (এটি কালাধিকরণের উদাহরণ। যেমন প্রভাতে সূর্য উঠে)
৪. নাতিশীতোষ্ণ – কোন সমাসের উদাহরণ?
উত্তর: নঞ তৎপুরুষ।
৫. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
উত্তর: সোনার তরী।
৬. কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: তরবারি।
৭. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: তুর্কি।
৮. মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর: মুখর।
৯. Defendant শব্দের সঠিক পরিভাষা কোনটি?
উত্তর: বিবাদি।
১০. হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ কি?
উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তরঃ স্বস্তি পাওয়া)।
১১. উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: উৎ + স্থাপন।
১২. ‘কুহক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তর: কুহকিনী।
১৩. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য (ণ) হয়?
উত্তর: বাণ।
১৪. কাঁদনা>কান্না কোন ধরণের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
উত্তর: সমীভবন।
১৫. নিচের কোনটি সমাসের মাধ্যমে গঠিত হয়?
উত্তর: আমরা।
১৬. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে/
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৭. বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে – উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
উত্তর: যৌবনের গান।
১৮. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত?
উত্তর: অতসী মামী।
১৯. কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত ‘রূপাই’ কবিতাটি কাব্যগ্রন্থ থেকে নেয়া?
উত্তর: নকশী কাঁথার মাঠ।
২০. ঐতিহাসিক মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক মূলত কে ছিলেন?
উত্তর: চন্দ্রকুমার দে।।
#English অংশের সমাধান
21. (D) Raucous
22. (E) Average
23. (B) Limpid
24. (B) Significant
25. (E) Consent
26. (A) congenial
27. (D) commodity
28. (B) equivalent
29. (E) coveted
30. (C) extracted
31. (E) No Error
32. (E) No Error
33. (D) bribe
34. (B) has
35. (B) than
36. (D) heavily
37. (B) investigate
38. (D) refuse
39. (B) forever
40. (E) None
#গণিত অংশের সমাধান
41. ৮।
42. ২টি।
43. ৭৭০।
44. ৫৪
45. ১২৬
46. ২০০
47.৩১ ও ৪১
48. ৯৩
49. কোনটিই নয়
50. ১০৬
51. ৬০ সেকেন্ডে
52. ১৪
53. কোনটিই নয়
54. কোনটিই নয়
55. ৪ দিন
56. কোনটিই নয়
57. ৪
5৪. ২০০০০ টাকা
৫৯. কোনটিই নয়
60. ১৬
#সাধারণ জ্ঞান অংশের সমাধান
৬১.আজিজুল জলিল পাশা
৬২.১৫ তম
৬৩.IDA
64.গলফ
৬৫.কোনটিয় নয়(NCIB)
৬৬.মহেশখালি
৬৭.ঢাকা
৬৮.১০ ডিসেম্বর
৬৯. গ্রীষ্মমন্ডলীয় ঘনবরষণ
৭০.৪১
৭১.ফিজি
৭২.রাশিয়া
৭৩.FAO
৭৪.কোনটিয় নয়(মন্টিল)
৭৫.চীন
৭৬.তাজিকিসতান
৭৭.নিউইয়ক
৭৮.ubuntu
৭৯.কোনটিয় নয়(জিম্বাবুয়ে-৩৫ রান)
৮০.কোনটিয় নয়

Answered by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 09:01 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans 43rd BCS Written Question image and PDF download

2 Ans 41th BCS Preliminary Date is about to publish now

3 Ans Primary job circular 2020 notice admit card seat plan and result download

3 Ans BCS Syllabus in Bangla version - both preliminary and Written Exam

1 Ans July 2020 Current Affairs book PDF download link here

1 Ans BD Economic Survey 2021 book PDF download in one click

2 Ans Bangladesh Railway Job Circular 2019 and Exam Result

6 Ans NSI Assistant Director question and solution 2019 download now

1 Ans Biman Bangladesh Airlines Job Circular 2019 - 2020 system engineer, assistant engineer, manager, DBMS administrator, programmer, Flight Stuart, Captain and First officer etc post - Apply now

1 Ans NSI Field officer 2019 question and solution download here