Ask Question - Get Answer

6 Ans NSI Assistant Director question and solution 2019 download now

Asked by Birds of the sky (2 Golds) Friday, 27 Sep 2019, 01:32 PM at (Jobs Govt. Jobs)

Please log in to answer, like and save
1
Save 2

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

NSI সহকারী পরিচালক পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধানঃ
#বাংলা অংশের সমাধানঃ
১. নিচের কোন শব্দ যুগল বিপরীতার্থক?
উত্তর: উন্মীলন-নিমীলন।
২. নিচের কোনটি ফারসি উপসর্গ?
উত্তর: কম।
৩. রাতে তারা দেখা যায়- এ বাক্যে ‘রাতে’ কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরনে ৭মী। (এটি কালাধিকরণের উদাহরণ। যেমন প্রভাতে সূর্য উঠে)
৪. নাতিশীতোষ্ণ – কোন সমাসের উদাহরণ?
উত্তর: নঞ তৎপুরুষ।
৫. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
উত্তর: সোনার তরী।
৬. কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: তরবারি।
৭. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: তুর্কি।
৮. মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর: মুখর।
৯. Defendant শব্দের সঠিক পরিভাষা কোনটি?
উত্তর: বিবাদি।
১০. হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ কি?
উত্তর: কোনটিই নয় (সঠিক উত্তরঃ স্বস্তি পাওয়া)।
১১. উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: উৎ + স্থাপন।
১২. ‘কুহক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
উত্তর: কুহকিনী।
১৩. নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য (ণ) হয়?
উত্তর: বাণ।
১৪. কাঁদনা>কান্না কোন ধরণের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
উত্তর: সমীভবন।
১৫. নিচের কোনটি সমাসের মাধ্যমে গঠিত হয়?
উত্তর: আমরা।
১৬. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে/
উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১৭. বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে – উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
উত্তর: যৌবনের গান।
১৮. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত?
উত্তর: অতসী মামী।
১৯. কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত ‘রূপাই’ কবিতাটি কাব্যগ্রন্থ থেকে নেয়া?
উত্তর: নকশী কাঁথার মাঠ।
২০. ঐতিহাসিক মৈমনসিংহ গীতিকার সংগ্রাহক মূলত কে ছিলেন?
উত্তর: চন্দ্রকুমার দে।।
#English অংশের সমাধান
21. (D) Raucous
22. (E) Average
23. (B) Limpid
24. (B) Significant
25. (E) Consent
26. (A) congenial
27. (D) commodity
28. (B) equivalent
29. (E) coveted
30. (C) extracted
31. (E) No Error
32. (E) No Error
33. (D) bribe
34. (B) has
35. (B) than
36. (D) heavily
37. (B) investigate
38. (D) refuse
39. (B) forever
40. (E) None
#গণিত অংশের সমাধান
41. ৮।
42. ২টি।
43. ৭৭০।
44. ৫৪
45. ১২৬
46. ২০০
47.৩১ ও ৪১
48. ৯৩
49. কোনটিই নয়
50. ১০৬
51. ৬০ সেকেন্ডে
52. ১৪
53. কোনটিই নয়
54. কোনটিই নয়
55. ৪ দিন
56. কোনটিই নয়
57. ৪
5৪. ২০০০০ টাকা
৫৯. কোনটিই নয়
60. ১৬
#সাধারণ জ্ঞান অংশের সমাধান
৬১.আজিজুল জলিল পাশা
৬২.১৫ তম
৬৩.IDA
64.গলফ
৬৫.কোনটিয় নয়(NCIB)
৬৬.মহেশখালি
৬৭.ঢাকা
৬৮.১০ ডিসেম্বর
৬৯. গ্রীষ্মমন্ডলীয় ঘনবরষণ
৭০.৪১
৭১.ফিজি
৭২.রাশিয়া
৭৩.FAO
৭৪.কোনটিয় নয়(মন্টিল)
৭৫.চীন
৭৬.তাজিকিসতান
৭৭.নিউইয়ক
৭৮.ubuntu
৭৯.কোনটিয় নয়(জিম্বাবুয়ে-৩৫ রান)
৮০.কোনটিয় নয়

Answered by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 09:01 AM

Please log in to Upvote, Downvote and Report

NSI AD Math Solution.

Answered by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 08:58 AM

Please log in to Upvote, Downvote and Report

NSI Assistant Director (AD) Exam 2019 full solution has been given here. Thanks to all. 

Answered by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 08:56 AM

Please log in to Upvote, Downvote and Report

NSI Assistant Director (AD) question and answer Todays 28 Sep, 2019.

Answered by Birds of the sky (2 Golds) Sunday, 29 Sep 2019, 05:00 AM

Please log in to Upvote, Downvote and Report

1. B

2. D

3. C

4. B

5. D

6. D

7. A

8. B

9. C

10. E

11. B

12. A

13. D

14. C

15. A

16. C

17. D

18. B

19. B

20. C 

.

.

.

61. B

62. D

63. B

64. C

65. D

66. B

67. D

68. C

69. C

70. C

71. C

72. D

73. D

74. A

75. A

76. D

77. E

78. A

79. E

80. C

Full solution is below.

Answered by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 05:36 AM

Please log in to Upvote, Downvote and Report

 NSI সহকারি নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান
১।স্বাধীনতার ঘোষণাপত্র কোন সংশোধনী তে যোগ করা হয়?— ১৫তম।
২।মূল্য সংযোজন কর কবে চালু করা হয়?— ১৯৯১ সালে। { জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল ১৯৯১ উত্থাপন করা হয় ১ জুলাই ১৯৯১ তারিখে এবং তা সংসদে পাস হয় ৯ জুলাই ১৯৯১ তারিখে।}
৩।ধর্ম সংবিধানের কোন অনুচ্ছেদে? — ১২ ও ৪১
৪।মেলানেশিয়ার দেশ? — ফিজি
৫।প্রাচীন সিল্করোড পূর্বের কোন দেশ পর্যন্ত এসেছে?— চীন।
৬।দোয়েল চত্বরের স্থপতি কে?— আজিজুল জলিল পাশা।
৭।LNG কোথায় স্থাপন করা হয়েছে?— মহেশখালি
৮।মিশরের তাহরির স্কয়ার কি বলা হয়?— “তাহরির স্কয়ার” বা মুক্ত স্কয়ার”
৯।ফ্রিডম স্কয়ার কোথায় অবস্থিত? — তিবলিশ; জর্জিয়া
১০।CIRDAP এর উদ্যোক্তা কোন সংগঠন?–FAO
১১। বাংলাদেশ কোন সংস্থা থেকে বেশি ঋণ নেয়
=IDA
১২।বার্গি ও বগি শব্দ দুটি ব্যবহৃত হয়
= গলফে
১৩।আমাজন বন কোন শ্রেণির
= গ্রীষ্মমন্ডলীয় ঘনবর্ষণ বন
১৪।বাংলাদেশের পাট ও ছত্রাকের জিনোমের স্বীকৃতি দেয়
=NCBI
১৫।সার্ক আবহাওয়া কেন্দ্র
= ঢাকা
১৬। সাবেক সোভিয়ত ইউনিয়ন হতে স্বাধীন হওয়া মুসলিম দেশ
= তাজিকিস্তান
১৭। ওজন স্তরের সুরক্ষা ও সংরক্ষনের জন্য কোন প্রটোকল
= মন্ট্রিল
১৮। বাংলাদেশি অস্কার জয়ী
- নাফিস বিন জাফর
১৯। নিচের কোনটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম
= UBUNTO
২০। বিশ্বকাপ ক্রিকেট সর্বনিম্ন রান
- জিম্বাবুয়ে

Answered by AL MaMun (4 Golds) Sunday, 29 Sep 2019, 09:00 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans Introduce yourself Model answers

3 Ans 41st BCS Mental Ability full Question Solution

3 Ans Comptroller and Auditor General Job Circular and Result 2020

2 Ans How to find Employee working day from his joining date?

2 Ans Anti-Corruption Commission Job Circular 2019 - 2020 published 18 November, 2019, Assistant Director (9th grade) - 132 Deputy Director (10th grade) - 147 Court Inspector (10th grade) - 9 Dead line: 19th December Apply online: acc.teletalk.com.bd Details: www.acc.org.bd

1 Ans Bangladesh Ansar and Village Defense Forces Job Circular 2019

1 Ans IBAS ++ online pay fixation link for govt employees of BD

3 Ans Download BD Bank all Job list Apply now payment with rocket seat plan admit card preliminary and final result download

2 Ans 309 post CAG Auditor exam circular 538 post CGA Auditor exam circular 384 post CGDF Auditor exam circular 457 post CGA Junior Auditor exam circular image

1 Ans BGB - Border Guard Bangladesh 95th Batch Job circular 2019