Ask Question - Get Answer

1 Ans সিঙ্গেল থাকার উপকারিতা কী কী?

Asked by Birds of the sky (2 Golds) Friday, 15 Feb 2019, 08:47 AM at (Lifestyle Daily Routine)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

সিঙ্গেল থাকার উপকারিতা:-

১. আপনি ইচ্ছামত ইমাজিন করতে পারবেন। বাধা দেওয়ার কেউ নাই।
২. দিনে ১ বার ফেক্সি দিলেই চলে। না দিলেও চলে।
৩. কল ওয়েটিং থাকলে ঝারি দেওয়ার লোক নাই।
৪. আপনি ডন্ট কেয়ার ভাবে চলতে পারবেন।
৫. গার্লফেন্ড আপনাকে পছন্দ করবে কিনা এই জাতিয় চিন্তা নাই।
৬. আপনি যেকোন মেয়ের সাথে প্রানখুলে কথা বলতে পারবেন।
৭. গভীর রাতে আপনাকে কেউ মিস কল দিয়ে কল ব্যাক করতে বলবে না।
৮. আপনার রাতে ভাল ঘুম হবে।
৯. বাসার কমারসিয়াল প্রবলেমের কথা তো বলতেই হয় না।
১০. ব্যেটারি লো, আননোন নাম্বার, কাস্টোমার কেয়ার এই জাতিয় নাম ফোনবুকে সেভ করার ঝামেলা নাই।
১১. সিঙ্গেলরা বেশি মিশুক
১২. স্লিম থাকবেন আপনি
১৩. সিঙ্গেলরা নিজের জন্য বেশি সময় পান
১৪. সিঙ্গেলদের ঘুম ভালো হয়
১৫. সিঙ্গেলদের ঋণ কম থাকে ।


আরও কিছু এক্সট্রা সুবিধাঃ

বিশেষজ্ঞরা দাবি করছেন, যারা কোনও সম্পর্কে নেই, অর্থাৎ সিঙ্গেল, তারা বেশিদিন সুস্থভাবে বাঁচেন। শুধু তাই নয়, সিঙ্গেল থাকেলে আরও কী কী উপকার হয়, সেই ব্যাপারগুলো উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়।

• আমেরিকান ব্যুরো অফ লেবর স্ট্যাটিসটিকস-এর এক সমীক্ষা অনুযায়ী, সিঙ্গেলরা সামাজিক সম্পর্ক বজায় রাখতে বেশি দক্ষ হয়। এদের সঙ্গে বন্ধুদের সম্পর্কও ভালো থাকে। বিশেষজ্ঞদের মতে, বন্ধুদের সম্পর্ক বজায় রাখার ফলে এদের মানসিক অবস্থাও ভালো থাকে। ফলে স্ট্রেস থেকে এরা মুক্ত থাকেন।

• সিঙ্গেলদের শারীরিক ওজন কম থাকে। 'জার্নাল অফ ফ্যামিলি ইস্যু'র একটি সমীক্ষা থেকে জানা গেছে, যাদের সঙ্গী আছেন তাদের শরীরে তাড়াতাড়ি মেদ জমে।

ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির আর একটি সমীক্ষার অবশ্য দাবি করেছে, সম্পর্ক বিচ্ছেদের পরে অনেকটা ওজন কমে যায় এবং চেহারা খারাপ হয়ে যায়।

• সমীক্ষা থেকে দেখা যাচ্ছে- যাদের কোনও সঙ্গী নেই, তাদের ঘুম ভালো হয়। আর ঘুম যাদের ভালো হয়, তাদের স্বাস্থ্যও ভালো থাকে।

• কোনও সম্পর্কে না থাকলে, নিজের সঙ্গে সময় কাটানোরও সুযোগ বেশি থাকে। সম্পর্কের ঝুট ঝামেলা থেকে দূরে রেখে নিজেকে উন্নততর করে তোলা যায় বিভিন্ন কাজের মাধ্যমে।

• সম্পর্কে থাকা মানে নিজের সঙ্গে সঙ্গীরও দায়িত্ব নেওয়া।
আর দায়িত্ব যত বাড়ে, তত বেড়ে যায় মানসিক চাপ।

তাই যেসব কারণে সিঙ্গেল থাকবেনঃ

যখন আপনি সিঙ্গেল, চারিদিকে সুখী দম্পতিদের দেখলে আপনার খারাপ লাগতে পারে। তখন আপনার মনে তোলপাড় শুরু হবে। ইশ! আমার যদি বিশেষ কেউ থাকতো। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটিই হলো ভালোবাসা পৃথিবী। তবে বাস্তবতা হচ্ছে, সম্পর্কে স্বাধীন এবং চাপমুক্ত থাকা প্রায় সময় খুব কঠিন হয়ে পড়ে। সম্পর্কে জড়িয়ে যাওয়ার চেয়ে একা থাকার কিছু সুবিধা রয়েছে।

১. পকেটে টাকা:
সম্পর্কে কিছু খরচাপাতি রয়েছে।পার্টি দেয়া, ছোট ট্যুর এবং উপহার জন্য আপনার নগদ অর্থ পকেট থেকে সরাতে হয়। যে অর্থ আপনার নিজের সুন্দর ভবিষ্যত গড়তে সহায়তা করবে বা আপনার পছন্দ মত উপায়ে ব্যয় করতে পারবেন।

২. ফোনে কম সময় :

আপনার ফোনে কম সময় ব্যয় হবে। ফোনে কথাবার্তা এবং টেক্সটিংয়ের ক্ষেত্রে ফোনে বেশ কিছু সময় লাগে, যা সহজেই দিনের বেশ কয়েক ঘন্টা নষ্ট করতে পারে । এই সময়গুলো আপনি নিজের জন্য ব্যয় করতে পারেন।

৩. স্বাধীনতা ভোগ:
কোনো সম্পর্কে না থাকার কারনে আপনি যে কারো সঙ্গে ঘুরে যেতে পারেন। এতে কেউ আপনাকে বাধা দেওয়ার থাকবে না। নিজের ইচ্ছেমতো চলতে পারবেন।

৪. নতুন শখে সময়:
আপনি আপনার সময়গুলো বিভিন্ন শখ পূরণের মধ্য দিয়ে কাজে লাগাতে পারেন। যেমন বিদেশী ভাষা শেখা, রান্না শেখা, ড্রাইভিং শেখা ইত্যাদি।

৫. জবাবদিহিতা নেই:
কাউকে বলার দরকার নেই যে, আপনি কার সাথে আছেন, কোথায় আছেন এবং আপনি কখন বাড়িতে ফিরবেন।

৬. নিজেকে গড়ার উপযুক্ত সময়:
আপনার ওজন হ্রাস করাতে পারেন। চাকরি অথবা স্বেচ্ছাসেবামুলক কাজ করতে পারেন। যারা একা বাড়িতে বসে সময় কাটায়, তাদের সময় ভালো কাটে না। তারা বিষন্ন হতে পারে। তাই ঘর থেকে বের হন এবং নিজেকে গড়ে তুলুন।

#collected from internet.

Answered by Sowrov (7 Bronzes) Friday, 15 Feb 2019, 08:55 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans Sample of a good student Routine ?

1 Ans Are you looking for professional comapny which provides Bathroom Installation in London at reasonable prices?

1 Ans How to increase your communication skill?

1 Ans Are you searching for a professional cleaners in Virginia Water?

1 Ans আরবি আয়াতুল কুরসী বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত দেখুন

1 Ans Loft Conversion Islington

1 Ans What are some of the best effective life tips?

1 Ans Do you need professional interior painters in London?

1 Ans ভালোবাসা দিবসে সৈকতে পর্যটকের মেলা

1 Ans How can one love himself more?