Ask Question - Get Answer

1 Ans মাস্টার বাবু - রবীন্দ্রনাথ ঠাকুর

Asked by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:40 AM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


রবীন্দ্রনাথ ঠাকুর
মাস্টার বাবু

আমি আজ কানাই মাস্টার,
বড় মোর বেড়াল ছানাটি
আমি ওকে মারি নে মা বেত,
মিছিমিছি বসি নিয়ে কাঠি।
রোজ রোজ দেরি করে আসে,
পড়াতে দেয় না ও তো মন,
ডান পা তুলিয়ে তোলে হাই,
যত আমি বলি 'শোন, শোন'।
দিনরাত খেলা খেলা খেলা,
লেখা পড়ায় ভারি অবহেলা।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ'
ও কেবল বলে 'মিয়ো, মিয়ো'।

প্রথম ভাগের পাতা খুলে
আমি ওরে বোঝাই মা কত-
চুরি করে খাস নে কখনে,
ভাল হোস গোপালের মতো।
যত বলি সব হয় মিছে,
কথা যদি একটাও শোনে-
মাছ যদি দেখেছে কোথাও
কিছুই থাকে না আর মনে।
চড়াই পাখির দেখা পেলে
ছুটে যায় সব পড়া ফেলে।
যত বলি 'চ ছ জ ঝ ঞ'
দুষ্টামি করে বলে 'মিয়ো'।

আমি ওরে বলি বার বার
'পড়ার সময় তুমি পড় -
তার পরে ছুটি হয়ে গেলে
খেলার সময় খেলা কোরো'।
ভাল মানুষের মত থাকে,
আড়ে আড়ে চায় মুখপানে,
এমনি সে ভান করে যেন
যা বলি বুঝেছে তার মানে।
একটু সুযোগা বোঝে যেই
কোথা যায় আর দেখা নেই।
আমি বলি 'চ ছ জ ঝ ঞ',
ও কেবল বলে 'মিয়ো মিয়ো'।।

Answered by AL MaMun (4 Golds) Monday, 18 Feb 2019, 09:40 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans Who is the first sonneteer in English literature?

2 Ans আমাদের দেশ - আ.ন.ম. বজলুর রশীদ

1 Ans অপব্যয়ের ফল - কৃষ্ণচন্দ্র মজুমদার

1 Ans স্বাধীনতার সুখ - রজনীকান্ত সেন

1 Ans সবার আমি ছাত্র - সুনির্মল বসু

1 Ans ফুলের ফসল - সত্যেন্দ্রনাথ দত্ত

1 Ans কাজের লোক - নবকৃষ্ণ ভট্টাচার্য

1 Ans মাস্টার বাবু - রবীন্দ্রনাথ ঠাকুর

1 Ans শিশু যাদুকর - কাজী নজরুল ইসলাম

1 Ans রূপকথা - আহসান হাবীব