Asked by
AL MaMun (4 Golds)
Monday, 29 Jul 2019, 09:33 AM
at (Education
Lesson)
|
|
|
BCS Written Preparation Technique. সময়ের কঠিনতম প্রিলি পাশ করার জন্য আপনাদের অভিনন্দন। আপনারা কঠিন কাজটিই সহজ করে জয়ী হয়েছেন,তাই আরো একবার অভিনন্দন ও শুভকামনা ।সামনে রিটেন।প্রিলি হলো পাশ করার পরীক্ষা কিন্তু রিটেন হলো ক্যাডার হওয়ার পরীক্ষা। প্রিলি পাশ কতো নম্বরে এটা অনিশ্চিত ছিলো।রিটেন পাশ ৫০% নম্বরে এটা নিশ্চিত।৫০% নাম্বার অর্জন করতে পারলে আপনি ভাইভায় অংশ নিতে পারবেন।আরো একটা মজার ব্যাপার হলো গড়ে ৫০% নাম্বার পেলেও হবে এতে এক বিষয়ে ফেল করলেও সমস্যা নাই।কোনো বিষয়ে ৩০% নম্বরের কম হলে ঐ বিষয়ের নাম্বার মোট নম্বরের সাথে যোগ হবে না।রিটেনে যে যত বেশি পাবেন, ক্যাডার হওয়ার সম্ভাবনা তত বেশি। বাংলা ইংরেজি বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলি 1.Assurance International Affairs written book গনিত 1.ওরাকল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বই বিজ্ঞান রিটেনে অনেক পড়া কিন্তু ধৈর্য্য ধরে পড়তে হবে।দলগতভাবে পড়ার চেষ্টা করবেন।নিজেরা কিছু নোটও তৈরি করবেন।এটাই শেষ সুযোগ মনে করে রিটেন ভালোভাবে প্রস্তুতি নেন।আপনি বিসিএস ক্যাডার হলে, বাবা-মা আনন্দিত হবে,সেই মায়াময় হাসি মুখগুলোর কথা মনে করে শক্তি সঞ্চয় করুন এবং পড়তে থাকুন। আল্লাহ হাফেজ কাওছার আহমেদ |
|
|
|
|
|
|
|
|
|
|