Asked by
Tajrimun Elisha (2 Golds)
Sunday, 04 Aug 2019, 06:07 AM
at (Jobs
Govt. Jobs)
|
|
|
|
সরকারী ব্যাংকের চাকরীর সুবিধাসমূহ নিম্নরূপ।ব্যাংক ভেদে আলাদা হতে পারে,আমার ভুল ও হতে পারে অনেকক্ষেত্রে,ভুল ধরায়া দিয়ে বাধিত করবেন। ১.চাকরীর পাচ বছর হইলে ৩ লাখ টাকা মোটর সাইকেল লোন পাবেন। ২. চাকরীর ৫ বছর হইলে ব্যাংক ভেদে ৮০ লাখ- ১ কোটি টাকা হাউজবিল্ডিং লোন পাবেন।এই লোন নিয়ে ফ্ল্যাট কিনতে পারেন বা জমিতে বাসা বানাইতেও পারেন।লোনের কিস্তি আপনার বেতন থেকেই কেটে নিবে। ৩.চাকরীর এক বছর হইলে ৭০ হাজার থেকে এক লাখ টাকা কম্পিউটার লোন পাবেন। সব লোনের রেট ব্যাংক রেটে অর্থাৎ ৫%। ৪.ব্যাংকে প্রতিদিন অফিসে গেলেই ২০০ টাকা করে লাঞ্চ ভাতা পাবেন। ২০ দিন অফিস করলে ৪০০০ টাকা। ৫। এজিএম হওয়ার পরেই গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ৪০ লাখ টাকা লোন পাবেন এবং গাড়ির মেইনটেইনেন্স এর জন্য মাসে মাসে পাবেন ৪০ হাজার টাকা। তার মানে যে মেইনটেইনেন্স খরচ পাবেন ওটা দিয়েই গাড়ির লোনের কিস্তি হয়ে যাবে। ৬. সিনিয়র অফিসার হিসেবে জয়েন করলে প্রথম প্রমোশান পাবেন সিনিয়র অফিসার থেকে প্রিন্সিপাল অফিসার।আর তাতে আপনার স্যালারি নাইন্থ গ্রেডের ২২০০০ টাকা থেকে সরাসরি সিক্সথ গ্রেডের ৩৫০০০ টাকাতে চলে যাবে। ৭. এক বছর পরে প্রায় আড়াই লাখ টাকা লিমিট সহ একটা ক্রেডিট কার্ড পাবেন। যেটার রেট অন্য ব্যাংকের চেয়ে অনেক কম। ৭. ব্যাংকে ১২ মাস চাকরী করলে ১৮ মাসের বেতন পাওয়া যায়।প্রফিটের উপরে ৩ থেকে ৫টি ইনসেন্টিভ বোনাস পাবেন। অর্থাৎ আপনার বেসিক বেতন যদি ৩০ হাজার টাকা হয় প্রতি বছরে একবার ৯০ হাজার(৩বোনাস) থেকে দেড় লাখ টাকা(৫টি বোনাস) পর্যন্ত ইনসেন্টিভ বোনাস পেতে পারেন। সাথে দুই ঈদ বোনাস, পহেলা বৈশাখ বোনাস(বেসিকের ২০%) তো আছেই। ৮. রূপালী,কৃষি, রাকাউব বাদে বাকি ব্যাংকগুলোতে পেনশান নাই।অর্থাৎ অবসরের পরে আপনি বা আপনার স্ত্রী মাসে মাসে কোন ভাতা পাবে না।তবে অবসরকালীন সময়ে যে টাকা পাবেন ওটাও আপনাকে কোটিপতি বানিয়ে দিতে অনেকাংশে এগিয়ে নিবে। ব্যাংকের অসুবিধাসমূহ নিয়েও আলাদা পোস্ট লেখা আছে,যেটা প্রথম কমেন্টে দেয়া আছে। ধন্যবাদ। লিখাঃ নাজিরুল ইসলাম নাদিম |