Ask Question - Get Answer

1 Ans বিভিন্ন কবি সাহিত্যিক লেখকের ছদ্মনাম নিয়ে আর নয় Confusion - জেনে নিন মনে রাখার কৌশল

Asked by AL MaMun (4 Golds) Friday, 13 Sep 2019, 07:20 AM at (Education Lesson)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল- কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য;
২. কামিনী রায়ের ছদ্মনাম ছিল- জনৈক বঙ্গমহিলা;
৩. চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম ছিল- জরাসন্ধ;
৪. জসীমউদ্দীনের ছদ্মনাম ছিল- জমীরউদ্দীন মোল্লা;
৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- হাবু শর্মা;
৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- ক্বচিৎ প্রৌঢ়;
৭. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম ছিল- গৌড়তটবাসী মশা, উদাসীন পথিক, গাজী মিয়াঁ;
৮. সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- সুবচনী;
৯. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- নীল উপাধ্যায়, নীল লোহিত, সনাতন পাঠক;
১০. সমরেশ বসুর ছদ্মনাম ছিল- কালকূট;
১১. মইনুদ্দিন আহমেদের ছদ্মনাম ছিল- সেলিম আল দীন;
১২. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- যাযাবর;
১৩. আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহের ছদ্মনাম ছিল- শহীদুল্লা কায়সার;
১৪. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- সুনন্দ;
১৫. নীহাররঞ্জন গুপ্তের ছদ্মনাম ছিল- দাদাভাই, বাণভট্ট;
১৬. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- মানিক বন্দ্যোপাধ্যায়।


# Do_not_get_confused :


১. অচিন্ত্যকুমার সেনগুপ্ত এবং নূরন্নেসা খাতুন এই দুজন সাহিত্যিকেরই ছদ্মনাম ছিল- নীহারিকা দেবী;
আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল- অনিলা দেবী।
২. প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম ছিল- কৃত্তিবাস ভদ্র, লেখরাজ সামন্ত;
আর মোহিতলাল মজুমদারের ছদ্মনাম ছিল- কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস।
৩. বিমল ঘোষের ছদ্মনাম ছিল- মৌমাছি;
আর বিমল মিত্রের ছদ্মনাম ছিল- জাবালি।
৪. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার এবং মধুসূদন মজুমদার এই দুজন সাহিত্যিকেরই ছদ্মনাম ছিল- দৃষ্টিহীন;
আর মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম ছিল- এ নেটিভ।
৫. কালিকানন্দের ছদ্মনাম ছিল- অবধূত;
আর কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল- হুতোম পেঁচা।

Answered by AL MaMun (4 Golds) Friday, 13 Sep 2019, 07:21 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans Write a winter morning paragraph

1 Ans ভগ্নাংশের ল সা গু ও গ সা গু নির্ণয়ের নিয়ম কী?

1 Ans Find the remainder from this equation (Big Mod) (a^b)%m =?

1 Ans Write a village doctor paragraph

1 Ans বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর সাহিত্য মনে রাখার টেকনিক

1 Ans অন্নদামঙ্গল কাব্যের চরিত্র মনে রাখার উপায়

1 Ans অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্র গুলো মনে রাখার টেকনিক

2 Ans Write the life of a farmer paragraph

1 Ans শওকত আলীর সাহিত্যকর্ম মনে রাখার টেকনিক

1 Ans অমিয় চক্রবর্তীর সাহিত্যকর্ম মনে রাখার উপায়