Asked by
Birds of the sky (2 Golds)
Tuesday, 26 Apr 2022, 08:30 AM
at (Education
Learn something new)
|
|
|
|
আরইবি থেকে সার্টিফিকেট তোলার প্রক্রিয়াঃ https://drive.google.com/drive/folders/1heN3DTQ-QQilaCRmHFAxaby64nGdgFn2 ১। প্রথমে উপরের ফোল্ডারে ঢুকে My application প্রিন্ট করবেন। ২। তারপর Application in Official Pad এর এপ্লিকেশন এ পবিসের হেডার ফুটার, তারিখ নিজে বা ডাটা এন্ট্রিদের কাছে নিয়ে অ্যাড করে প্রিন্ট করবেন। ৩। my application ডাটা এন্ট্রিদের কাছে রিসিভ করিয়ে জিএম স্যার এর টেবিল এ জমা দিবেন। জিএম স্যার এজিএম এইচ আর / প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবে। আর জিএম স্যার অফিসিয়াল প্যাডের অ্যাপ্লিকেশান এ সাইনও দিবে। জিএম স্যার সাইন দিলে এজিএম এইচ আর / প্রশাসন এর কাছে সাইন দিয়ে আবার ডাটা এন্ট্রিকে দুইটা অ্যাপ্লিকেশান ই দিবেন। অফিসিয়াল প্যাডের মত অ্যাপ্লিকেশান এ এবার তারা স্মারক নাম্বার বসাবে। ৪। তারপর তাদেরকে বলবেন আরইবি এইচ আরে দুইটা অ্যাপ্লিকেশান স্কান করে পাঠাতে। ৫। তারা পাঠাইছে কনফার্ম হলে আরইবিতে একজন এডিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিবেন পাইছে কিনা। ৬। দুই একদিন পর পর এডিকে মাঝে মধ্যে ফোন দিয়ে মনে করায় দিবেন আমার অমুক তারিখে এক্সাম, অ্যাপ্লিকেশান তো দিয়েছি। এখন কতদুর কি অবস্থা। ৭। ভাইভার আগের দিনে সনদ দেয়। সনদ নেয়ার সময় হাতে কলমে কাগজে একটা ছোট অ্যাপ্লিকেশান লিখতে বলে - বরাবর, পরিচালক, পবিস মানবসম্পদ পরিদপ্তর বিষয় সার্টিফিকেট উত্তোলন ও জমা প্রসঙ্গে। আমি সনদ তুলে অমুক তারিখেই জমা দিব এভাবে। ৮। সার্টিফিকেট তুলে ভাইভা দিয়ে ওই তারিখেই জমা দিবেন। হাতে যে অ্যাপ্লিকেশান লিখছিলেন অইখানেই এবার লিখবেন আমি জমা দিয়ে গেলাম + সাক্ষর।
৯। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। ১০। আমার জন্য দোয়া করবেন। Answered by Birds of the sky (2 Golds) Tuesday, 26 Apr 2022, 08:30 AM |