Ask Question - Get Answer

1 Ans ইউটিউব মার্কেটিং ও এড কি? এটি কিভাবে শুরু করবেন?

Asked by Bongiyo Training (New member) Thursday, 31 Mar 2022, 12:50 AM at (Technology Internet)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):

বর্তমানে ইউটিউব মার্কেটিং হচ্ছে ইন্টারনেটে যে কোন পণ্য বা সার্ভিস প্রচার করার সবথেকে দারুন এবং কার্যকারী একটি উপায়।বর্তমানে যত ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে তারা গুগল সার্চ ইঞ্জিনের পর সব থেকে বেশি ব্যবহার করে থাকে ইউটিউব কে। ইউটিউব এ কিভাবে মার্কেটিং করতে হয় অথবা এড করতে হয়, সেই সম্মন্ধে সঠিক গাইডলাইন পেতে বিস্তারিত দেখুন অথবা আপনি bongiyo.com এর ইউটিউব মার্কেটিং ও এড কোর্সটিও করে নিতে পারেন।  তাহলে চলুন ইউটিউব মার্কেটিং ও এড সম্পর্কে বিস্তারিত জেনে নেই - 

ইউটিউব মার্কেটিং ও এড কি? 

ইউটিউব মার্কেটিং: ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করার কথাটা যখনই ওঠে তখনই আমাদের মনে হয় যে ভিডিওর মাধ্যমে মার্কেটিং করা।তাই বলা যায় ইউটিউবে ভিডিও এর মাধ্যমে মার্কেটিং করার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ইউটিউব মার্কেটিং। ব্যবসা সম্পর্কিত ভিডিও কনটেন্ট তৈরি করে ইউটিউব কে ব্যবহার করে কোন প্রতিষ্ঠানের পণ্য বা প্রোডাক্ট মার্কেটিং করার সিস্টেম কে বলা হয়ে থাকে ইউটিউব মার্কেটিং।

ইউটিউব এড: ইউটিউব এড হচ্ছে আপনার পন্য বা সার্ভিস এর বিজ্ঞাপন ভিডিও এর মাধ্যমে ইউটিউবে দেওয়ার একটি উপায়। ইউটিউব এড, গুগল এডস এর মাধ্যমে করা হয়ে থাকে। ইউটিউবে একজন ব্যবহারকারী অন্যের ভিডিও দেখার আগে আপনার যেকোনো পণ্য বা সার্ভিস এর যেই ভিডিও তার সামনে আসে তাই হচ্ছে ইউটিউব এড। 

ইউটিউব মার্কেটিং ও এড সুবিধা কি কি ? 

ডিজিটাল মার্কেটিং এর যত ভাগ রয়েছে তার মধ্যে এক কথায় ইউটিউব মার্কেটিং ও এড হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। তাহলে চলুন জেনে নেই, ইউটিউব মার্কেটিং ও এড এর সুবিধাগুলো সম্পর্কে-

ইউটিউব মার্কেটিং এর সুবিধাগুলো সম্পর্কে জেনে নেইঃ  

1. স্বল্প বিনিয়োগ করার মাধ্যমেই আপনার প্রোডাক্ট গুলো ইউটিউব এর মাধ্যমে মার্কেটিং করা যায়।

2. ভিডিও কনটেন্ট এর মাধ্যমে আপনার টার্গেটেড কাস্টমারদের সাথে  মার্কেটিং করতে পারবেন।

3. আপনি ইউটিউবে এড এর ব্যবহার করার মাধ্যমে গ্রাহকদের কাছে প্রোডাক্টের বিবরণ এবং প্রোডাক্ট বিক্রি করা যায়।  

4. ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারদের সাথে সরাসরি যোগাযোগ করা যায়।

5. প্রোডাক্টের বিষয়ে সরাসরি আলোচনা এবং অনেক প্রোডাক্ট বিক্রি করা যায় খুব সহজে।  

 

 

 

ইউটিউব এডের সুবিধাগুলো সম্পর্কে জেনে নেইঃ   

1. ইউটিউব এর ভিডিও ডিস্কভারি এড গুলো দেখানো যায়।

2. ট্রু -ভিউ ইন-স্ট্রীম এড (স্কিপেবল এড) ব্যবহার করা যায় এবং সহজেই কাস্টমাইজ যোগ্য।

3. নন- স্কিপেবল ইন-স্ট্রীম এড ব্যবহার করা যায় , যা ইউটিউব ভিডিওর মাধ্যমে মাঝপথে প্রদর্শিত হয়৷

4. বাম্পার এড এর ব্যবহার করা যায়, যা একটি ছয় সেকেন্ডের ইউটিউব ভিডিও বিজ্ঞাপন৷  

5. ওভার-লে এড এর ব্যবহার করা যায়, যা ভিডিওর নীচের অংশে থাকে ব্যানার হিসেবে।


ইউটিউব মার্কেটিং ও এড এটি কিভাবে শুরু করবেন? 


 ইউটিউব মার্কেটিং করা খুব সহজ একটি কাজ। যেকেউ চাইলে কিছু সঠিক গাইডলাইন অনুসরন করে ইউটিউব মার্কেটিং ও এড করতে পারে। তাহলে চলুন জেনে নেই, ইউটিউব মার্কেটিং ও এড কিভাবে করবেন সেই সম্পর্কে-

ইউটিউব মার্কেটিং যেভাবে শুরু করবেনঃ

1.  প্রথমত, আপনার জিমেইল ব্যবহার করে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং এটি সম্পূর্ণ ফ্রী একটি প্রক্রিয়া।  

2. আপনার ইউটিউব চ্যানেলটি সেটআপ করতে হবে এবং ভালভাবে প্রফেশনাল লুক দিতে হবে।

3. আপনার ব্যবসা সম্পর্কিত ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওগুলোর এসইও(SEO) করতে হবে

4. ভিডিওগুলোর এসইও করার পর ভিডিওগুলো প্রমোট করতে হবে।  

5. ভিডিওগুলো ইউটিউব অ্যাডস হিসেবে ব্যবহার করতে হবে।  


ইউটিউব এড যেভাবে শুরু করবেনঃ

1.  প্রথমত, আপনার ইউটিউব চ্যানেল শুরু করতে হবে

2. আপনার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং ইউটিউব এই সেই অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

3. আপনার ক্যাম্পেইন গোল সেট আপ করতে হবে এবং কিভাবে করবেন সেটা ঠিক করতে হবে।

4. আপনি আপনার ইউটিউব এডটি দিয়ে কি করতে চান অথবা নির্দিষ্ট গ্রাহকদের কাছে সেটা নির্দিষ্ট করতে হবে।

5.   আপনার মার্কেটিং ভিডিও আপলোড করতে হবে আপনার ইউটিউব এডে এবং এডটি সংরক্ষণ ও করতে পারবেন।

পরিশেষে এটাই জানা গেল যে, বর্তমানে মানুষ ভিডিও কনটেন্ট এর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বা প্রোডাক্টের প্রচারের জন্য ইউটিউবকে মার্কেটিং ও এড কে বেছে নিচ্ছে। আপনি যদি সঠিক গাইডলাইন অনুযায়ী ইউটিউবে মার্কেটিং ও এড করতে পারেন তাহলে আপনি অবশ্যই এর মাধ্যমে ভালো কিছু করতে পারবেন।  


Answered by Bongiyo Training (New answerer) Thursday, 31 Mar 2022, 12:51 AM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans Snapdragon 865 chipset specifications for electric devices - mobiles and computers.

1 Ans Free Internet is now one of the human rights - analysis of researchers

1 Ans Eggplant and peach fruit emoji banned from Facebook and Instagram!

1 Ans Officially released on 15th January, Microsoft Chromium Edge! New logo is coming with new browser!

1 Ans Google is building the App Defense Alliance

1 Ans Heroes of Might and Magic is coming to the mobile platform

1 Ans Large data leaked again from Facebook said the experts

1 Ans Facebook is turning off group storage features

1 Ans The chance to win $37K USD in a Facebook Fellowship program

1 Ans why you should delete your Facebook account right now!