Ask Question - Get Answer

1 Ans প্রতিদান - জসীমউদদীন

Asked by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:12 PM at (Education Literature)

Please log in to answer, like and save
0
Save 0

<<< Previous
Log in to Answer Next >>>

Answer(s):


জসীমউদদীন
প্রতিদান

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।

আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
যে মুখে কহে সে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে করে তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

Answered by AL MaMun (4 Golds) Sunday, 17 Feb 2019, 02:12 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

1 Ans আযান - কায়কোবাদ

2 Ans তালেব মাস্টার (মানিক বন্দোপাধ্যায়কে) - আশরাফ সিদ্দিকী

1 Ans মোদের গরব, মোদের আশা - অতুলপ্রসাদ সেন

1 Ans পুরনো ধাঁধাঁ - সুকান্ত ভট্টাচার্য

1 Ans বুঝিবে সে কিসে - কৃষ্ণচন্দ্র মজুমদার

1 Ans সংকল্প - কাজী নজরুল ইসলাম

1 Ans ভর দুপুরে - আল মাহমুদ

1 Ans মামার বাড়ি - জসীমউদদীন

1 Ans Who is the father of blank verse?

1 Ans স্বাধীনতার সুখ - রজনীকান্ত সেন