Ask Question - Get Answer

1 Ans দিনাজপুর জেলার আবাসিক হোটেল সমূহের ঠিকানা দিন ? 

Asked by Birds of the sky (2 Golds) Friday, 11 Jan 2019, 09:14 PM at (Consultancy Business) [Closed Question] [Answering disabled]

Please log in to answer, like and save
1
Save 1

Answer(s):

দিনাজপুরে থাকার ব্যবস্থা ও আবাসিক হোটেল এর নাম্বার ঠিকানা সমুহঃ
বিভিন্ন জেলা বা অনেক বড় ভাইরা পোস্ট দিবে/দিচ্ছে মেসে বা হলে থাকার ব্যবস্থার জন্য,আমরা সর্বোচ্চ চেস্টা করব আপনাদের পাশে থাকার কিন্তু এর পরেও যারা পাবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে।মেয়েদের নাম্বার পোস্টে দেওয়া থাকবে না আপনারা বড় ভাইদের সাথে যোগাযোগ করলে তারা আপুদের সাথে যোগাযোগ করাই দিবে।
তবে যারা হোটেলে থাকতে চান তাদের জন্য নিচে আবাসিক হোটেল এর নাম্বার আর ঠিকনা দেওয়া হলঃ

১.হোটেল সাহারা,স্টেশন রোড - 01752012959।

২.আরব বোর্ডিং, স্টেশন রোড(রাজ হোটেলের বাম পাশে)-01767561560।

৩.নিউ হোটেল,স্টেশন রোড- 01765265928।

৪.হোটেল পার্ক রেসিডেন্সিয়াল,কালিতলা- 01612036192।

৫.হাজী বোর্ডিং,কালিতলা- 01712759427।

৬.হোটেল হলিডে ইন,কালিতলা- 01715027967।

৭.হোটেল মিগমার,চারুবাবুর মোড়- 01743910966,01779556605।

৮.মুন্সী হোটেল,নিমতলা(বিগবাজার রোড) - 01831387147।

৯. হোটেল এস.এম ,বাহাদুর বাজার(টিএনটি রোড) -01729519719।

১০.রিয়াদ গেস্ট হাউস,চারুবাবুর মোড় - 01738655737।

১১.হোটেল সোনার তরী,মর্ডান মোড় - 01716018995।

১৩.হোটেল হিমাচল,গনেশতলা - 01719666731।

১৪.হোটেল মৃগয়া,চকবাজার(এম আর সি টাওয়ার) -01756635551।

১৫.হোটেল কনকর্ড,গনেশতলা -01738593466।

১৬.এম এস হোটেল কনিকা ,স্টেশন রোড - 01818291572।

১৭.হোটেল ইউনিক,নিমতলা -0531-52203।

১৮.হোটেল বাধন,স্টেশন রোড - 01774373450।

১৯.হোটেল ডিলাক্স ,স্টেশন রোড - 01735884992।

২০.হোটেল আল রশিদ,নিমতলা -01716535956।

২১.হোটেল দিনা,বাহাদুর বাজার -01756-841556।

২২.হোটেল রেহানা,বাহাদুর বাজার - 01716751415।

২৩.হোটেল বসুন্ধরা,বাহাদুর বাজার -

২৪.হোটেল নবীনা,বাহাদুর বাজার - 01720499088

২৫.হোটেল জাবেদ, স্টেশন রোড - 01717330398।

২৬.হোটেল রাজ, স্টেশন রোড - 01796720554।
২৭.হোটেল নিউ শীতল আবাসিক,স্টেশন রোড -01751766266,01724681744,01838876684।

২৮.দ্যা গ্রান্ড পূর্নভর্বা,মালদাহপট্টি -01987800598।

২৯.হোটেল ডায়মন্ড,মালদাহপট্টি - 01718626674, 01722560979।
৩০.হোটেল আফিয়া,বাহাদুর বাজার-01737-295700।

৩১.সালাম হোটেল,ছয় রাস্তার মোড়- 01743-720655।

হোটেল গুলোর ভাড়া সিংগেল বেড ২৫০-৩৫০ শুরু করে ডাবল বেড ৪৫০-৬৫০ এবং এসি বেড গুলোর ভাড়া আরো বেশি ১২০০ পর্যন্ত আছে।কয়েকটা হোটেলের রেট ফিক্সড আর কয়েকটাতে দাম কম বেশি হয়।সব হোটেল গুলোই দিনাজপুর সদর এর ভিতর অবস্থিত।শহর থেকে ৮-১০ কি.মি দুরত্ব ক্যাম্পাসের আর অটো ভাড়া ১০-২০ টাকা পর্যন্ত নিবে স্থান ভেদে।

Answered by AL MaMun (4 Golds) Friday, 11 Jan 2019, 09:14 PM

Please log in to Upvote, Downvote and Report
           

Related Q/A:

2 Ans Ways to avoid casinos

1 Ans Hackers earn millions of money a year

1 Ans The Impact Of Automation On Employees

1 Ans How to get a driving license?

1 Ans Small Enterprise Fund

1 Ans How to Apply for Master Card from Bank?

1 Ans Evaluate US Election 2020 as the soul of America

1 Ans Equity and Entrepreneurship Fund (BBGd)

1 Ans Where is the most luxurious hotel in BD?

1 Ans Trader explained step by step